জাতীয়

প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোট ১১ এপ্রিল


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৩২৩টিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপের ভোটের সঙ্গে দেশের নয়টি পৌরসভার ভোটও নেয়া হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব জানান, ৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং নয়টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আগামী ২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।ইউপি নির্বাচনকে সামনে রেখে ইসি সচিব বলেন, ‘কমিশনের লক্ষ্য একটাই— অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট হবে। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে।’

কমিশন জানায়, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। পাঁচ বছর আগে ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারের বেশি ইউপির ভোট হয় দলীয় প্রতীকে। এবারও দলীয় প্রতীকে ভোট হবে।

২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ২৯ ধারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল বিষয়ে বলা হয়েছে— ‘প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পাঁচ বছর মেয়াদ থাকবে পরিষদের। পরিষদ গঠনের জন্য কোনও সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।’

আরও বলা হয়, ‘দৈব-দুর্বিপাকজনিত বা অন্য কোনও কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত, কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।’

ইতোমধ্যে এই ৩২৩ ইউনিয়ন পরিষদের তালিকাও চূড়ান্ত করেছে ইসি। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।