জাতীয়

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দিতে ভিক্ষুকের থেকেও চাঁদা!


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ফরিদপুরের সালথা উপজেলায় এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে হায়দার মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে সালথা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

হায়দার মোল্লা সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের স্বামী।

জানা যায়, আব্দুর রহমান নামের এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫০০ টাকা নেন হায়দার মোল্লা। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি দেন হায়দার মোল্লা ও রূপা বেগমের ভাই। এ ছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমও বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় সালথা থানায় গতকাল সন্ধ্যায় চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন ভিক্ষুক আব্দুর রহমান। হায়দার মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের ভাই মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করে মামলা দায়ের করা হয়। এই মামলার পর হায়দার মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হায়দার মোল্লাকে আটক করা হয়ে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।’