জাতীয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টিকা দিতে চাচ্ছে সরকার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার করোনার টিকা বিনা মূল্যে প্রদান করতে চাচ্ছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে শনিবার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য সচিব জানান, সরকার এটাও নির্ধারণ করে দেবে যে, বেসরকারিভাবে কীভাবে টিকা প্রয়োগ করা হবে। তবে সরকারি টিকা প্রদানের আগে অবশ্যই বেসরকারি টিকা নয় বলেও নিশ্চিত করেন আবদুল মান্নান।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ও যাচাই–বাছাই করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মমতো কোনো ভ্যাকসিন পাওয়া গেলে তবেই অনুমোদন দেওয়া হবে।

এর আগে স্বাস্থ্য সচিব হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে করা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।