জাতীয়

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করবে জাতীয় পার্টি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী কেন্দ্রীয়ভাবে পালন করবে জাতীয় পার্টি।

শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট (রোববার) বেলা ১১ টায় বনানীস্থ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা, বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ পাটির শীর্ষ নেতারা।

একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।