বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের লাবণী বিচ থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ‘এফ বি মামনি’ নামে একটি ফিশিং বোটটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, সোমবার সকালে ফিশিং বোটটি কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে ১৩ জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশে যাত্রা করে। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে বোটটি ভাসতে ভাসতে গভীরে সমুদ্রে যাওয়ার পথে বোটে থাকা মাঝিরা ঘটনাটি কোস্ট গার্ডকে জানায়। পরে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে কক্সবাজারে নিয়ে আসে।
তিনি বলেন, উদ্ধার করা জেলেদের তাদের পরিবার ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
এই কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলানিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যু, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় এলাকায় যে কোনো ধরনের উদ্ধারকার্যে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।