খেলা

বদলে গেলো কিংস ইলেভেন পাঞ্জাবের নাম


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম সিজনের আয়োজন হবে এপ্রিল মে মাসে। এর জন্য খেলোয়াড়দের নিলামও হবে। আইপিএলের দলগুলোর মধ্যে যে দলগুলো এখনো একবারও ট্রফি জিততে পারেননি, সেগুলোর মধ্যে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবার আইপিএল শুরুর আগে তারা দলের নামের বদল ঘটালো। আইপিএলের পরবর্তী সিজনে দলের নাম হবে পাঞ্জাব কিংস।

গত আইপিএলে খেলা হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআইয়ের এক সূত্রে জানা গেছে, দল দীর্ঘদিন ধরেই নাম বদল নিয়ে ভাবনাচিন্তা করছিলো। এবার আগামী আইপিএলের আগে নাম বদল করাটাই সমীচিন ভেবেছে তারা। এটি কোনোভাবেই আচমকা কোনো সিদ্ধান্ত নয়।

মোহিত বর্মন, নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা ও করণ পলের দলের ২০২০’র সিজনেও ট্রফি অধরা থেকে গিয়েছে। টুর্নামেন্টের গোড়াপত্তন থেকে এখনো পর্যন্ত প্রতিবারই তারকা-খচিত দল গড়েও একবারও খেতাব জিততে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। সংযুক্ত আরব আমিরশাহীতে গত আইপিএলে তৃতীয় স্থানে শেষ করেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল।

নিলামের ঠিক আগে দলের নাম পাল্টে রাখা হয়েছে পাঞ্জাব কিংস। ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম সিজনের নিলাম প্রক্রিয়ার আয়োজন হবে। গত মৌশুমের পর পাঞ্জাব গ্লেন ম্যাক্সওয়েলসহ বেশ কয়েকজন নামী খেলোয়াড়কে রিলিজ করেছে। নিলামে খেলোয়াড়দের নিতে পাঞ্জাবের হাতে ৫০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে।