চট্টগ্রাম

বনভোজনের গাড়িতে হিন্দি গান, জরিমানা

(Last Updated On: )

কর্ণফুলীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বনভোজনের গাড়িতে হিন্দি গান বাজানোর অপরাধে চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ জরিমানা করেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।

ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা জানান, ‘রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা দিয়ে বনভোজনের ট্রাক বেপরোয়া গতিতে ও উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে অতিক্রম করছিল। ওই সময় গাড়িটিকে থামানোর সংকেত দেন ইউএনও। কিন্তু চালক তা না মেনে গতি বাড়িয়ে চলে যান।

পেছন পেছন ধাওয়া করে দুই কিলোমিটার পর ক্রসিং এলাকায় গিয়ে ট্রাকটিকে আটক করেন তিনি। এসময় তার কাছে গাড়ির কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।’