জাতীয়

বন্ধ ঘরে মিললো পুলিশ ইন্সপেক্টরের মরদেহ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম শফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। শুক্রবার (২৯ মে) রাতে শফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। একপর্যায় সোমবার দুপুরে পচা দুগর্ন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এসময় কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।