খেলা

বাঁশের তৈরি ব্যাট দিয়ে খেলবেন কোহলি-বাবররা!

(Last Updated On: )

ক্রিকেট ব্যাট তৈরিতে এতোদিন ব্যবহার করা হতো উইলো গাছের কাঠ। কিন্তু সেটা হয়তো বদলে যেতে পারে। অদূর ভবিষ্যতে ক্রিকেটাররা খেলবেন বাঁশের তৈরি ব্যাট দিয়ে। কারণ ক্রিকেটারদের কাঠের বদলে বাঁশের ব্যাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন এই বাঁশের ক্রিকেট ব্যাট। গবেষকদের দাবি, ল্যামিনেটেড বাঁশের এই ব্যাট বর্তমানে চালু উইলো কাঠের তৈরি ব্যাট থেকে বেশি মজবুত, দামে সস্তা এবং পরিবেশের জন্য ক্ষতিকর না। এর ‘সুইট স্পট’ অর্থাৎ ব্যাটের মধ্যভাগে বলের সঙ্গে সংযোগের জায়গাও অনেক বেশি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দু’জন গবেষক, দারশিল শাহ এবং বেন টিঙ্কলার ডেভিস গবেষণা করে বের করেছেন, উইলো কাঠের চেয়ে অনেক কম খরচে বাঁশ দিয়ে ব্যাট তৈরি করা সম্ভব।

দ্য টাইমসকে দেয়া নিজেদের আবিষ্কৃত ব্যাট নিয়ে দারশিল শাহ বলেন, ‘বাঁশের ব্যাটের সুইট স্পট এমনভাবে তৈরি করা হয়েছে, যেটার আঘাতে ইনিংসের সূচনাতেও ইয়র্কার লেন্থের বলকে বাউন্ডারি বানানো যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, এই ব্যাট দিয়ে সব ধরনের স্ট্রোক খেলা সম্ভব।’

গার্ডিয়ান পত্রিকার দাবি, ‘ইংলিশ উইলো গাছের পরিমাণ কমে যাওয়া এবং কাঠ সরবরাহে সঙ্কট দেখা দেয়ায় একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। একটি গাছ রোপন করার পর এটা থেকে ভালোমানের কাঠ সংগ্রহ করতে অন্তত ১৫ বছর সময় লাগে। এ কারণে হয়তো নতুন করে গাছ লাগানোও হচ্ছে; কিন্তু অপ্রতুলতা দেখা দিয়েছে এরই মধ্যে। আবার সংগৃহীত কাঠ থেক ব্যাট তৈরি করতে গেলে ১৫ থেকে ৩০ ভাগ কাঠ নষ্ট (ওয়েস্টেজ) হয়ে যায়।’

দারশিল বিশ্বাস করেন, বাঁশের ব্যাট অনেক কমদামে তৈরি করা সম্ভব। প্রচুর পরিমাণে জন্মে এবং টেকসই উপাদান রয়েছে এর মধ্যে। এর অঙ্কুরগুলি আগের গাছ থেকে বেড়ে ওঠে এবং সাত বছরের মধেই একটা পূর্ণ ব্যবহারযোগ্য বাঁশ পাওয়া যায়।’

শাহ বলেন, ‘বাঁশের ব্যাট দিয়ে ক্রিকেট অপ্রচলিত দেশগুলো যেমন- জাপান, চীন, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দ্রুত ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা সম্ভব হবে।’

বাঁশ দিয়ে ব্যাট তৈরি করা সম্পর্কিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে স্পোর্টস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জার্নালে। দুই গবেষকের মতে, তাদের ব্যাটের প্রোটোটাইপ তৈরি হয়েছে বাঁশের কঞ্চি এবং টুকরোগুলোকে কঠিন আঠালো পদার্থ দিয়ে জোড়া লাগিয়ে। একটার পর একটা স্তর তৈরি করে।