চাকরির খবর

বাংলাদেশ স্থলবন্দরের প্রকল্পে জনবল নিয়োগ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় একটি প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে।

চাকরি প্রত্যাশীরা আগামী ১০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

প্রকল্পটির জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে প্রকল্প মেয়াদকালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২ যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেলা কোটা: সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বেতন: ১৭,৩৪৫ টাকা।

বয়স: ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮ বছর এবং ৩১ মার্চ, ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ (http://www.bsbk.gov.bd) ওয়েবসাইটে। ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে: প্রকল্প পরিচালক, বিআরসিপি-১ প্রকল্প, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, টিসিবি ভবন (১৩ তলা), কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদন ফি: প্রকল্প পরিচালক, বিআরসিপি-১ প্রকল্প, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকার অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ ডিডি/ পে-অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।