চট্টগ্রাম

‘বামপন্থীরা আর পরগাছা হবে না, নিজেরাই ক্ষমতায় যাবে’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহআলম বলেছেন, ‘কাউকে ক্ষমতায় রাখা আর কাউকে ক্ষমতায় আনা বামপন্থীদের কাজ নয়। বামপন্থীরা এবার নিজেরাই ক্ষমতায় যাবে। বামপন্থীরা আর আগাছা-পরগাছা হবে না।’

শুক্রবার (১১ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে প্রয়াত সংগঠক উজ্জ্বল শিকদারের নাগরিক শোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উজ্বল শিকদারের স্মৃতিচারণ করে শাহআলম বলেন, ‘উজ্জ্বলের সমসাময়িক অনেকেই ছাত্রজীবনে সমাজ পরিবর্তনের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। সেই চেতনা অক্ষুণ্ন রাখলেও পরবর্তীতে অনেকেই আর সাংগঠনিক কাঠামোতে যুক্ত হননি। কিন্তু উজ্বল শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক হিসেবে নিজেকে নিবেদিত করেছিলেন। তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ ছিলেন তিনি। উজ্জ্বল যে সমাজ পরিবর্তনের লড়াইয়ে যুক্ত ছিল, সেই লড়াই আমাদের এগিয়ে নিতে হবে।’

দেশে গণতন্ত্রের সংকট থেকে উত্তরণে লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এভাবে একটি দেশ চলতে পারে না। এভাবে দেশ চালাতে গিয়ে ১৯৭৩ সালে জাসদের উত্থান হয়েছিল। গণতন্ত্র না থাকলে দেশে উগ্রবাদী শক্তির উত্থান হবে। অনেকে মনে করেন লড়াই জোরদার করলে বোধহয় বিএনপি-জামায়াত, মৌলবাদি শক্তি লাভবান হবে। সেটা সঠিক নয়। বরং দেশ এভাবে গণতন্ত্রহীন প্রক্রিয়ায় চলতে থাকলে মৌলবাদি শক্তি চলে আসবে।’

‘উজ্জ্বল শিকদার নাগরিক শোকসভা কমিটির’ আহবায়ক দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মিন্টু চৌধুরীর সঞ্চালনায় সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাফিজ আদনান খান রিয়াদ, সিপিবি চট্টগ্রামের সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শওকত আলী বক্তব্য রাখেন।

এছাড়া জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া, দক্ষিণ জেলার সভাপতি সনৎ বড়ুয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উজ্জ্বল শিকদারে বাবা সন্তোষ শিকদার, সাবেক যুবনেতা শিহাব চৌধুরী বিপ্লব, সাংবাদিক হাসান ফেরদৌস, ঢাকা রিপোটার্স ইউনিটের সাবেক সহ সভাপতি নজরুর কবির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গোরচাঁদ ঠাকুর, দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক ভবতোষ ভট্টাচার্য এবং জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির বক্তব্য রাখেন।

গত ৩০ জানুয়ারি মাত্র ৪২ বছর বয়সে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উজ্জ্বল শিকদার। তিনি চট্টগ্রামের কোতোয়ালী থানা সিপিবি ও জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ছিলেন।