জাতীয়

বায়তুল মোকাররমে হেফাজত মহাসচিবের জানাজা

(Last Updated On: )

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আজ সোমবার দুপুর ১২টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নামাজে জানাজ সোমবার (২৯ নভেম্বর) এশার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার শিক্ষক মুসা আমান।

এদিকে, মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে ইসলামী দলগুলোর নেতারা শোক প্রকাশ করেছেন। গত দু’দিন ধরে ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন হেফজত মহাসচিব।