জাতীয়

বিএনপি থেকে কেন্দ্রীয় ২ নেতার পদত্যাগ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই কেন্দ্রীয় নেতা। তারা হলেন মেজর (অবসরপ্রাপ্ত) মো. হানিফ এবং কর্নেল (অবসরপ্রাপ্ত) শাহজাহান মিয়া।

হানিফ সিরাজগঞ্জের রহমতগঞ্জের বিএনপির নেতা। গত বছর করোনা রোগীদের জন্য নিজের বাড়িকে আইসোলেশন সেন্টার করার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন শাহজাহান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের পদে ছিলেন।

দুজনই সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার এ খবর জানান হানিফ।

কী কারণে পদত্যাগ, জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। গতকাল আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একই সাথে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি থেকে পদত্যাগ করেছি।’

দলের নেতারা ডাকলে যাবেন কি না জানতে চাইলে হানিফ বলেন, ‘আমি অতি ক্ষুদ্র মানুষ। আমাকে ডাকবে না। গতকাল সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি, ডাকলে এত সময়ে ডাকত।’

অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন কি না? জবাবে হানিফ বলেন, ‘না, অন্য কোনো রাজনৈতিক দলে যাবো না।’

তবে তার সমর্থকরা বলছেন ভিন্ন কথা। তারা জানান, দীর্ঘদিন ধরে এসব নেতাদের দলে কোনো মূল্যায়ন করা হয়নি। তাদের সাইডলাইনে বসিয়ে রাখা হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পরবর্তী কোনো পর্যায়ে সাবেক এসব সেনা কর্মকর্তাকে গুরুত্ব দেওয়া হয়নি। মেজর (অব.) হানিফ ২০১৩, ২০১৪ সালের আন্দোলনে রাজপথ থেকে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, কারাগারে ছিলেন। কিন্তু ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে মূল্যায়ন করা হয়নি। অথচ তার থেকে কম পরিচিত ও কম ত্যাগীদের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এমনিভাবে অন্য সাবেক সেনা কর্মকর্তাদেরও দলে মূল্যায়ন হয়নি বলে রাগে, ক্ষোভে তারা বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করেছেন।

অন্যদিকে কর্নেল (অব.) শাহজাহান আগের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে কেন্দ্রীয় কোনো পদ দেওয়া হয়নি। তিনি পিরোজপুর জেলা বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতিতেও তিনি চরম কোনঠাসা। কর্নেল শাজাহান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পদত্যাগের বিষয়ে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘তাদের পদত্যাগের বিষয়ে আমি অবগত নেই। আমার কাছে কোনো তথ্য নেই।’