শিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে বৈঠক আজ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ আবারও ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

ইউজিসির একজন সদস্য বলেছেন, কোনো বিশ্ববিদ্যালয় ১৫ অক্টোবরের আগে তাদের ক্যাম্পাস পুনরায় খুলতে ইচ্ছুক কি না তা নিয়েও বৈঠকে আলোচনা হবে।

গত ২৬ আগস্ট সরকার সিদ্ধান্ত নিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা দেয়া হবে এবং ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে সশরীরে ক্লাস শুরু করবে।

কিন্তু, গত ৫ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার বিষয়ে একটি আলোচনা শুরু হয়, সেসময় দীপু মনি ঘোষণা দিয়েছিলেন- ১২ সেপ্টেম্বর পুনরায় ধাপে ধাপে সশরীরে ক্লাস চালু হবে।

সেদিন শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, অক্টোবরের মাঝামাঝিতে যেসব বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার কথা, তারা চাইলে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ওপর ন্যস্ত হবে।