আন্তর্জাতিক

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে পূর্ণ অনুমোদন পেল ফাইজার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে আমেরিকায় পূর্ণ অনুমোদন পেল ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা। এখন থেকে দেশটিতে শুধু জরুরি ভিত্তিতে নয়, করোনার চিকিৎসায় সবার জন্য এই টিকা ব্যবহার হবে।

সোমবার (২৩ আগস্ট) দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

করোনার ডেল্টা প্রজাতি রূখতে ফাইজারের টিকার কার্যকারিতার প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী ছাড়পত্র দিল আমেরিকা।

এফডিএ-এর কমিশনার জেনেট উডকক আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ‌‘এই সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক।’

এর ফলে আমেরিকার নাগরিকেরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি। উডককের দাবি, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ডিসেম্বরে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন। ষষ্ঠ দেশ হিসেবে আমেরিকা ছাড়পত্র দিয়েছিল এই টিকাকে। তার আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার। সূত্র: বিবিসি