জাতীয়

বিশ্ব মানবাধিকার দিবস আজ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি পালিত হচ্ছে। সেই লক্ষ্যে আজ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘মুজিববর্ষের অঙ্গীকার সুরক্ষিত হবে মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করছে দিবসটি। এদিকে, গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়।

মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ হাসান খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন মশিউল আলম স্বপন, মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।