আন্তর্জাতিক

বিয়ে করতে ৬০ ফুট পানির নিচে ডুব দিলেন দম্পতি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিয়ের দিন যে কোনো দম্পতির জন্য বিশেষ। সেই বিশেষ দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে ৬০ ফুট নিচে ডুব দিলেন এক দম্পতি। ভারতের চেন্নাইয়ের ভি চিনাদুরি ও এস শ্বেতা ৬০ ফুট পানির নিচে বিয়ে করেছেন। গত ১ ফেব্রুয়ারি অভিনব এই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

পাত্র চিনাদুরি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি স্কুবা ড্রাইভার হিসেবে তার লাইসেন্সও আছে। তিনি বলেন, প্রথা মেনেই বিয়ে হয়েছে, শুধু পানির নিচে। পুরোহিতের নির্দেশনা অনুযায়ী সকালের শুভক্ষণে আমরা পানির নিচে গিয়ে মালাবদল করেছি।

কনে শ্বেতাও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের প্রস্তুতি নিতে একমাস আগে থেকে তিনি স্কুবা ড্রাইভিং কোর্স শুরু করেন। সাধারণত হিন্দু ধর্মের বিয়েতে গ্রহ, নক্ষত্র দেখে দিনক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু এই জুটিকে সমুদ্রের পরিস্থিতির ওপর নির্ভর করতে হয়েছে।

শ্বেতা বলেন, আমি ও আমার বাবা-মা অনেক নার্ভাস ছিলাম। তবে আমাদের সঙ্গে আরো আটজন ড্রাইভার ছিলেন। এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার ছিলো। কারণ গত সপ্তাহ থেকে বিয়ে চেষ্টা করছিলাম। কিন্তু সবকিছু সমুদ্রের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করছিলো।

বিয়ের পোশাকেই পানিতে ডুব দিয়েছিলেন তারা। সকল আনুষ্ঠানিকতা সেরে যখন তারা সৈকতে আসেন পরিবারের সদস্যরা উল্লাসের সঙ্গে তাদের স্বাগত জানান। এরপর বাকি প্রথা পালন করেন।