জাতীয়

বুস্টার ডোজের কোন টিকা কারা পাবেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনার বুস্টার ডোজ কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় কারা প্রথম টিকা পাবেন সে সম্পর্কেও তথ্য দিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম। মহাখালী বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনার ওয়ার্কারদের মাঝে এই টিকা দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, ‘যারা প্রথম দিকে টিকা পেয়েছেন, তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছেন।’

সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৭ কোটি টিকা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোনো সংকট হবে না।’