প্রধান পাতা

বেঙ্গুরা কে বি কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২২ এ বেঙ্গুরা কে বি কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। দিবসের প্রথমে সমাবেশে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিবসের তাৎপর্য্যে চিত্রাংকন, রচনা, গান ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এরপর ১৯৫২ হতে ১৯৭৫ সাল পর্যন্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়। পরবর্তীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রাজু’র সভাপতিত্বে সহকারী শিক্ষক বোরহান উদ্দীন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুমী বড়ুয়া, অভিভাবক সদস্য মোঃ ইউছুপ, অভিভাবক ডাঃ মিহির বরণ বড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ আলোচনা করেন। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে শিল্পী গুহ, জুলেখা বেগম, জেয়াছমিন আকতার, প্রিয়া দত্ত, সুলতানা আফরোজা ও সৈয়দা নুরজাহান বেগম এবং দফতরী মোঃ সুমন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদেরকে ভালেভাবে পড়ালেখা করে সুনাগরিক হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনারবাংলা গড়ার আহ্বান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে পুরষ্কৃত করা হয়।