বিনোদন

বোন জামাইয়ের সঙ্গে মিথিলার প্রেম!

(Last Updated On: )

জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিম রশিদ। ২০১৮ সালে তাকে বিয়ে করেন অভিনেতা ইরেশ যাকের। সেই সম্পর্কে মিথিলার বোন জামাই হচ্ছেন ইরেশ।

বাস্তব সম্পর্কের বাইরে এবার এই দুই তারকা এক হলেন নায়ক-নায়িকার চরিত্রে। ঈদের জন্য নির্মিত নাটক ‘মিড নাইট সান’ -এ দেখা যাবে তাদের। ফরহাদ হোসেনের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আরিফ আহনাফ। ইতিমধ্যেই এর শুটিং সম্পন্ন হয়েছে।

আরিফ আহনাফ জানান, নাটকের গল্পে গভীর রাতে যাত্রা পথে তাদের দেখা হয়। বেশ কিছু ঘটনাও ঘটে। তারপর একটা পর্যায়ে তাদের মন দেওয়া-নেওয়া। এক রাতের ঘটনা নিয়ে নাটকের গল্প।

পরিচালকের ভাষ্য, ‘আমি যতদূর জানি, কেন্দ্রীয় ভূমিকায় এবারই প্রথম ইরেশ যাকের ও মিথিলা অভিনয় করলেন। এটা মিষ্টি প্রেমের গল্প। কিছু চমকপ্রদ ঘটনাও আছে। গত সপ্তাহেই এর কাজ শেষ হয়েছে।’

জানা গেছে, নাটকটি এনটিভির জন্য তৈরি হয়েছে। আর আগামী ঈদ আয়োজনে এটি প্রচার হবে এনটিভিতে। এ ছাড়া তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘মিড নাইট সান’।