প্রধান পাতা

বোয়ালখালীতে অস্ত্রের মুখে ৫ গরু লুট


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে গভীর রাতে তিন দারোয়ানকে বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে বিক্রির জন্য গরুগুলো বেঁধে রাখা হয়েছিল।

সোমবার (২৬ জুন) রাত ৩টায়উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

গরুর মালিক আবু তৈয়ব জানান, কোরবানির ঈদ উপলক্ষে চারজনে মিলে বিক্রির জন্য ২৪টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টি গরু বিক্রি করেছেন। অবশিষ্ট গরুগুলোর মধ্যে পাঁচটি গরু ট্রাকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিয়ে যাওয়া গরুগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

তিনি বলেন, রাত ৩টার দিকে গরুগুলোর পাহারায় থাকা নিজস্ব দুই দারোয়ান ও বেঙ্গুরা বাজারের দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এ সময় দারোয়ানদের মারধর করেছে তারা।

অন্তত ১৫ জন ব্যক্তি এ ঘটনায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দারোয়ানরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘গরুগুলো রাস্তার পাশে রেখেছিলো। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।’