বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী উপজেলা সম্মেলনে শ্যামল বিশ্বাসকে সভাপতি গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়ে। গত ২০ জানুয়ারী ২০২৩ শুক্রবার বিকালে উপজেলা সদরের বিআরডিবি প্রশিক্ষন হলে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠিত হয়।
শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে মো. গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. জসীম উদ্দীন,কৃষক নেতা আবুল কালাম চাষী,সাবেক কৃষক নেতা নজরুল ইসলাম আজাদ,নারী নেত্রী মদিনা বেগম, কৃষক নেতা মো. সেহাব উদ্দীন সাইফু প্রমুখ।
সম্মেলনে ক্ষেতমজুরদের বছারব্যাপী কাজের নিশ্চয়তা, ন্যায্য মজুরী ও পেনশন প্রদানের দাবী জানানো হয়।
