প্রধান পাতা

বোয়ালখালীতে খায়ের মঞ্জিল দরবার শরিফ পরিচালনা কমিটি গঠিত

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার খায়ের মঞ্জিল দরবার শরিফ ওয়াকফ এস্টেট ৩ বছর জন্য ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

২৭ জুন, শুক্রবার, বাদে এশা খায়ের মঞ্জিল দরবার হল রুমে খায়ের মঞ্জিল দরবার শরিফ ওয়াকফ এস্টে পরিচালনা কমিটি গঠিত হয়।

এতে এলাকাবাসি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল মানিক। সহসভাপতি নির্বাচিত হয়েছেন – শামছুল করিম লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর শেফায়েত হোসেন। সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন কন্ডাক্টার । পর্যায়ক্রমে সদস্য নির্বাচিত হয়েছেন-মোঃ আবুল হাশেম চৌধুরী, মোজাহেরুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, জাহাঙ্গীর হোসেন, কাজী এয়াকুর ইসলাম, মোঃ সেলিম।
মৌলভী আবুল খায়ের ওয়াকফ এস্টেট ১২ ইসি নং-১৬০৭৫ মোতয়াল্লী।
গত ২৩মে, ২০২৫ ইং, তারিখে তফশীল ঘোষনা করা হয় ও নির্বাচন পরিচালনা জন্য কমিশনারের দায়িত্ব প্রাপ্ত হন মোঃ জাহাঙ্গীর আলম।

২৭জুন, শুক্রবার বাদে এশা নির্বাচন আয়োজন করেন নির্বাচন কমিশন।  বহদ্দারপাড়া মৌলভী আবুল খায়ের ওয়াকফ এস্টেট পরিচালিত সকল সদস্য ও এলাকাবাসীর সরাসরি ভোটে ১১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে।
নির্বাচন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ গিয়াস উদ্দিন।