বাংলাদেশের শিশু-কিশোর আন্দোলনের অন্যতম পথিকৃৎ খেলাঘর তার গৌরব ও ঐতিহ্যের ৭৩ বছরে পদার্পন করেছে। ১৯৫২ সালে ২ রা মে প্রতিষ্ঠিত খেলাঘর দীর্ঘ পথ পরিক্রমায় দেশের লক্ষ লক্ষ শিশু কিশোরকে প্রগতিশীল , অসাম্প্রদায়ক , বিজ্ঞানমনষ্ক ও প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অব্যাহত রেখেছে নিরন্তর কর্মপ্রয়াস। মহান মুক্তি যুদ্ধের চেতনায় প্রজ্জ¦লিত বিশ্বাসে খেলাঘর শিশুদের সৃজনশীল কর্মকান্ডে উৎসাহিত করার মধ্যদিয়ে তাদের সুকোমল মেধা ও প্রতিভাকে বিকাশের কর্মকান্ডকে প্রবাহমান রেখেছে
বোয়ালখালীতে খেলাঘরের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
শিশু কিশোর আন্দোলনের এই গৌরবোজ্জ্বল ঐহিত্যকে ধারণ করে ৩১ মে ২০২৪ ইংরেজী শুক্রবার বিকালে উপজেলা সদরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গান কবিতা ও কথামালার নান্দনিক আয়োজনে খেলাঘরের ৭২ তম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন করে।
খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজল নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য,সংষ্কৃতি সংগঠক মোহাম্মদ আলী, শ্যামল বিস্বাস, মোজাম্মলে হক এরশাদ, ডাঃ ননী সরকার,নন্দ দুলাল চৌধুরী, কামরুল হাসান তুহিন ও মো. পারভজে, কাজল শীল,সুকান্ত শীল,শাহা আলম বাবলু, জান্নাতুল ফরেদৌস, রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে খেলাঘরের ভাই বোনেরা।
