বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার(১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা অনুপ মেম্বারের বাড়ীর রাঘব রঞ্জন দাশের ঘরে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শাকপুরায় অভিযান চালানো হয়। এসময় রাঘব রঞ্জন দাশ (৫৫) নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করি। জিজ্ঞেসাবাদে সে জানায় তার বসতঘরে মদ রয়েছে। তার স্বীকারোক্তি ও দেখানো মতে বসতঘরের খাটের নিচ থেকে বস্তা ভর্তি ৫০ লিটার চোলাই মদ পাওয়া যায়। এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।