প্রধান পাতা

বোয়ালখালীতে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে পণ্য উৎপাদন, বিপণন, বাজারজাত এবং ওজনে কারচুপি করায় চট্টগ্রামের বোয়ালখালীতে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি জানান, বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই’র লগো ব্যবহার করে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে উৎসব বেকারি এন্ড ফুড প্রোডাক্টস’কে ২৫ হাজার টাকা, আলো সুইসট’কে ৩০ হাজার টাকা, মধুবনকে ১০ হাজার টাকা এবং ওজনে কারচুপি করায় শাহ চরণদ্বীপ মুরগী সেলস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে’ ওজন ও ‘পরিমাপ মানদণ্ড আইনে’ চারটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।