চট্টগ্রাম

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড

(Last Updated On: )

বোয়ালখালী পৌরসভা এলাকার মুরাদ মুন্সির হাট বাজারে আবুল বশর স্টোরকে ৩০০০ হাজার টাকা ও বাচা মিয়া স্টোরকে ১০০০০ হাজার টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আজ ০৫ মার্চ, বোয়ালখালী পৌর এলাকায় মুরাদ মুন্সির হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মোহামম্মদ রহমত উল্লাহ।

এসময় অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন বিহীন সয়াবিন তেল বোতলজাত করায় ৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।