বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসর আয়োজিত ভার্চুয়্যালী জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে পালন করা হয়।
পুষ্পার্ঘ্য নিবেদনের পর আসরের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল সভায় আসরের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব এর সঞ্চালনায় প্রধান অতিখি ছিলেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য , বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল।
সভায় বক্তারা শোককে বাঙালী জাগরণের হাতিয়ার হিসাবে পরিণত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সফলভাবে সমাপ্ত করে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় শপথে নূতন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। বিদেশে পলায়নরত খুনীদের ফিরিয়ে এনে বিচারিক দন্ড বাস্তায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সভার শুরুতে কাতালগঞ্জ নব পন্ডিত বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত তহংকর ভিক্ষুর পরিচালনায় শহিদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ডাঃ মিহির বরণ বড়ুয়া, সহ সভাপতি উত্তম বড়ুয়া সাংগঠনিক সম্পাদক শর্মি বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়া বড়ুয়া, চারুকারু সম্পাদক লাবনী বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৈত্রী বড়ুয়া লোপা ও কার্য়করি সদস্য দূর্জয় বড়ুয়া ।
বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া, গান, কবিতা পরিবেশন করেন উপদেষ্টা তন্দ্রা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রিয়া বড়ুয়া, আনিকা বড়ুয়া, প্রখর পিযুষ বড়ুয়া (চাঁদপুর), বোধিমিত্র বড়ুয়া নিশান, অংকন বড়ুয়া আদর, শ্রাবন্তী বড়ুয়া হিমী, দোলা বড়ুয়া, দপ্তর সম্পাদক মিথুন বড়ুয়া, রাত্রি, টুটুল ও রাতুল । উপস্থিত ছিলেন স্বর্ণা বড়ুয়া, অদিতি বড়ুয়া , মমি বড়ুয়া, জয়তি বড়ুয়া, অমিত বড়ুযা, হিমেল বড়ুয়া, নিবারণ বড়ুয়া, সুবারণ বড়ুয়া, ও প্রিয়ন্তি বড়ুয়া।