প্রধান পাতা

বোয়ালখালীতে ব্রয়লার মুরগি: এক জায়গায় ২৪৫ টাকা, আরেক জায়গায় ২৮০


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালীর পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকা। ২০ গজ ব্যবধানে থানা রোড তুলাতলে একই মুরগি বিক্রি হচ্ছে ২৪৫ টাকায়। এতে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) একই এলাকায় দুই ধরনের দাম নেওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে তুলাতলের মুরগী বিক্রেতা ইদু আলম বলেন, ‘পাইকারি ২৩৭ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি কিনেছি। যা খুচরা ২৪৫ টাকায় বিক্রি করছি। এছাড়া লেয়ার মুরগি কেজি প্রতি ৩৫০, সোনালী মুরগি ৩৪০ ও ডিম ডজন প্রতি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।’

পৌর সদরের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন বলেন, একইদিনে একই এলাকায় দুই ধরনের দামে অবাক হয়েছি। বুড়ি পুকুরপাড় থেকে বিকেলে মুরগি কিনেছি প্রতি কেজি ২৮০ টাকা দরে। সন্ধ্যায় তুলাতলে এসে জানতে পারি ২৪৫ টাকা। নগদে ৩৫ টাকা করে বেশি নিয়েছে বুড়িপুকুর পাড়ের মুরগী বিক্রেতারা।

তুলাতলে মুরগী কিনতে আসা সুব্রত দত্ত রাজু বলেন, এভাবে ক্রেতাদের ঠকানো হলেও বলার কেউ নেই। এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।