বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল নূর মাওয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধোরলা গ্রামের খান বাহাদুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল নূর মাওয়া ওই এলাকার মো.পারভেজের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম জানান, পরিবারের সদস্যরা ইফতারির প্রস্তুতির সময় শিশুটি সকলের অগোচরে বাড়ি পাশে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী বলেন, সন্ধ্যায় জান্নাতুল নূর মাওয়া নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে মৃত নিয়ে এসেছিল স্বজনরা।
