প্রধান পাতা

বোয়ালখালীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালীতে গান,কবিতা,উপজাতীয় নৃত্য,বাউল সংগীত ও কথামালার নান্দনিক আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে।পহেলা বৈশাখ ১৪ এপ্রিল,২০২৪  রবিবার আহলা দাশের দীঘির পাড়ে ৫ম বাবের মত বর্ষবরণের আয়োজন করে সম্মিলিত বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন পরিষদ।এ উপলক্ষে আয়োজন করা হয় বলিখেলা, মিউজিক্যাল চেয়ার প্রযোগিতা। দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিষ্ট, শিক্ষাবিদ অধ্যাপক কানাই দাশ,  বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী অদুল চৌধুরী, অনিতা চৌধুরী    বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম এ.কে.এম আব্দুল হাই ভূঁইয়া, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, ক্ষেতমজুর নেতা আবুল কালাম চাষী, কৃষকনেতা মোঃ শওকত আলী, কবি ও সাংবাদিক ইসমাইল জসীম, মাস্টার শহিদুল ইসলাম,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাহানারা বেগম,সাবেক ছাত্রনেতা অলক বড়ুয়া, ক্ষেতমজুর সংগঠক আলহাজ্ব মোঃ জসীম উদ্দিন, খেলাঘর সংগঠক রেজাউল কবীর, সাংবাদিক আবুল ফজল বাবুল,  সাবেক ছাত্রনেতা মাসুদ করিম , কৃষক নেতা মো. সেহাব উদ্দীন সাইফু,শিক্ষক নেতা মাস্টার আমির হোসেন, নারী নেত্রী মদিনা বেগম, সুকান্ত শীল, মাস্টার মফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা বাহাউদ্দিন ফারুক মুন্না , মাস্টার শংকর চক্রবর্তী,ছাত্রনেতা সাজ্জাদ হোসেন,রূপন দাশ,ইকবাল হোসেন মাস্টার,মোঃ ইয়াসিন আরাফাত,হিমেল চৌধুরী, বর্ষবরণ উদযাপন পরিষদেরচেয়ারম্যান সাবেক মেম্বার জয়নাল ফারুকের সভাপতিত্বে, সদস্য সচিব মাস্টার সুদর্শন দাশের  পরিচালনায়, অদুল অনিতা ট্রাস্ট ও এ আর এইচ এগ্রোর সহযোগিতায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী মোজাহেরুল ইসলাম,দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ সাংষ্কৃতিকক ইউনিয়ন বোয়ালখালী উপজেলা শাখা ও  সোপান খেলাঘর আসর খাগড়াছড়ি থেকে আগত উপজাতীয় দল নৃত্য পরিবেশনা করে।