প্রধান পাতা

বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: কারণ জানতে চায় পুলিশ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. শাহেদুল ইসলাম (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির টানা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

মৃত শাহেদ উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের মোবারক আলী মইজ্জর বাড়ির আবুল মিয়ার ছেলে। সে এই বছর স্থানীয় রফিকুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির টানা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহেদুল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, বিকেল ৪টার দিকে শাহেদুল ইসলাম নামের একজনকে মৃত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, স্বজনরা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে দাবি করলেও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। ফলে মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।