প্রধান পাতা

বোয়ালখালীতে শিক্ষক সুধাংশু বিমল ধর পরলোকে

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ও গোমদ্ডী শিশু নিকেতনের সাবেক অধ‍্যক্ষ,দিশারী খেলাঘর আসরের সাবেক সভাপতি সুধাংশু বিমল ধর (৮৫) পরলোক গমন করেছেন।

আজ সোমবার (১৪ নভেম্বর২২) সন্ধ‍্যা ৭ টায় বার্ধক‍্যজনিত কারনে নগরীর মোহরা মৌলভী বাজারস্থ বাসায় পরলোক গমন করেছেন। আজ রাত ১১ টায় তাঁর পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান প্রয়াতের ছেলে বিকাশ বিকাশ ধর।

মৃত‍্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি সুনামের সাথে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে গত২০০০ সালে অবসরে যান।

তাঁর মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী,চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী রেজাউল কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী, পূর্বাশা খেলাঘরের সভাপতি আরিফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সজীব কুমার নাথ, দ্বীপশিখা খেলাঘরের সভপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব, কিশোর কানন খেলাঘরের সভাপতি নন্দন দত্ত, সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, দিপায়ন খেলাঘরের সভাপতি প্রনব রায় মিত্র, সাধারণ সম্পাদক অজয় চৌধুরী, সোপান খেলাঘরের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রীতিলতা খেলাঘরের সভাপতি হিমেল দে সাধারণ সম্পাদক নিশান দাশ, পাইলট ৯০,গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।