প্রধান পাতা

বোয়ালখালীতে সালিশী বৈঠকে ছুরিকাঘাত, থানায় মামলা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের এক সালিশী বৈঠকে মো. এমরান হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কলিমুল্লা বাড়ির মো. ওসমানের ছেলে।

এ ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) আহত এমরানের পিতা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামীয় ১২ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

আহত এমরান বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন এমরানের পিতা মো. ওসমান।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাছের প্রজেক্টে খাদ্য দেওয়া নিয়ে এমরানের সাথে কথা কাটাকাটি হয় সারোয়াতলী ইউনিয়নের আহমদ মিয়ার ছেলে শওকত হোসেনের। এসময় এমরানকে মারধর করে শওকত।

বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সালিশী বৈঠকের আয়োজন করেন। এ বৈঠকে শওকত সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

এসময় এমরানকে মারধরসহ পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে স্থানীয় এসএম মহিউদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে কৃষিকাজ ও মাছের প্রজেক্ট দেখাশোনা করে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা মো. ওসমান। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।