প্রধান পাতা

বোয়ালখালীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মারামারিতে জড়াল ছাত্রলীগ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়।

রোববার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ মারামারি ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ নামে ৬ ছাত্রলীগের নেতাকর্মী। এদের মধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে  দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয় দুই পক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহত কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক জানান, কলেজের অনুষ্ঠানে দুই পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার কথা ছিলো। কিন্তু আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান অনুসারীরা বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের নিষেধ করি। 

এ সময় তারা আমাদের দুইজনকে আটকে রাখে কলেজের একটি কক্ষে। ওদের ছাড়িয়ে আনতে গেলে বহিরাগত লোকজন এনে আমাদের ওপর হামলা চালায় নোমান অনুসারীরা।

তবে বিষয়টি অস্বীকার করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান জানান, মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বানচাল করতেই ওরা হামলা চালিয়ে আমাদের ছেলেদের আহত করেছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন,  কলেজে ছাত্রলীগের দুইটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এখনও কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।