প্রধান পাতা

বোয়ালখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ২৯ জুন, বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান এলাকায় মাদকের বিস্তার ভয়াবহতা ধারণ করেছে। একই সাথে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য, চুরি, ডাকাতি, যানবাহনে টোকেন বাণিজ্য ও বিদ্যালয় চলাকালীন সময়ে বখাটেদের উৎপাত উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসী শঙ্কিত। অপারাজিতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এস এম জসিম, আবদুল মান্নান মোনাফ, হামিদুল হক মান্নান, শফিউল আজম শেফু ও কাজল দে।