বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে বোয়ালখালী পুলিশ।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশিয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানার সোনাদিয়া এলাকার খবির উদ্দিনের ছেলে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামী মো. শামীম (৩২) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার সোনা মিয়া হাজীর বাড়ীর মৃত নুরুজ্জামানের ছেলে নসু মিয়াকে (৪৮) ।
এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি ছোরা, ১টি শাবল, ১টি লোহার ফ্লায়ারর্স, ১ টি লোহার রেইজ ও ২ টি পুরাতন স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ধরে ডাকাতির প্রস্তুতির সময় পুরাতন একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম থ-১৪-০২৮৪)সহ দুইজনকে আটক করা হয়। অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।