প্রধান পাতা

বোয়ালখালীতে পূজা উদযাপন পরিষদের বর্ধিতসভা অনুষ্ঠিত

(Last Updated On: )


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার বর্ধিত সভা আজ শূক্রবার (২২ এপ্রিল) বিকালে উপজেলা জোটপুকুর পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছেলেন দক্ষিণ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ মহিলা সম্পাদক বিউটি চৌধুরী, নির্বাহী সদস্য দীপক দে ।
সাধারণ সম্পাদক অধির দে র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের বোয়ালখালী উপজেলার সহ সভাপতি সমীর চক্রবর্তী, মিহির বিশ্বাস, ডা. সুকুমার নাথ, সত্যপ্রিয় শীল, যুগ্ন সাধারন সম্পাদক ডা. শ্যামা প্রসাদ দাশগুপ্ত , অর্থ সম্পাদক বাবলী ঘোষ, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চৌধুরী, রাজু আচার্য্য, সদস্য রুমা নাথ, কাজল বিশ্বাস, শাকপুরার সভাপতি শ্যামল বিশ্বাস টিসু, শ্রীপুর খরনদ্বীপে সভাপতি মন্দিরা চৌধুরী, আহলা কড়লডেঙ্গার সভাপতি দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী, পৌরসভা সাধারণ সম্পাদক বিশু ঘোষ , সাংগঠনিক সম্পাদক চম্পক চক্রবর্তী প্রমুখ ।
সভায় উপজেলা কমিটির সম্মেলন উপলক্ষে আগামী ২০ মে শুক্রবার সকাল ১০ টায় দক্ষিন জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, মন্ডপ কমিটি ও সকল সনাতনী নেতৃবৃন্দদের নিয়ে সাধারণ সভা অরুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয় ।