“সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন। প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ: দা:) ডা: প্রিয়াংকা চৌধুরী ।
উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মিহির বরণ বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক আবুল ফজল বাবুল, সাংবাদিক অধীর বড়–য়া, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. তপন নন্দী,উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী রুপম ঘোষ,পরিবার কল্যান সহকারী রোকশানা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক কে এম বায়জিদ,জান্নাতুল বাকি ।
অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান হোসেন, পবিত্র গীতা পাঠ করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্চয় সিকদার,পবিত্র ত্রিপিটক পাঠ করেন সুপ্রিয়া বড়য়া।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ সারোয়াতলীর চেয়ারম্যান বেলাল হোসেন,শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র সারোয়াতলী, শ্রেষ্ট উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার নন্দী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান হোসেন, সোমা দত্ত, শ্রেষ্ঠ পরিবার কল্যান আইরিন বড়ুয়া কে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ ।