প্রধান পাতা

বোয়ালখালীতে ৭৪ রোহিঙ্গা আটক


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বিভিন্ন ভাড়াঘর থেকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আটক করা হয় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে।
তিনি বলেন, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃত মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এ রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শ্রমিক দিয়ে কাজ করিয়ে আসছে।