খেলা

ভারতীয়দের ‘ইংরেজি’ নিয়ে কটাক্ষ করে বিপদে মরগান-বাটলার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

টুইট বিতর্কের জেরে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংলিশ পেসার অলি রবিনসন। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে তাকে। এরপর আরও বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটারকে নিয়ে তদন্ত চালাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এরই মধ্যে নাম উঠে এসেছে সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান ও সহ-অধিনায়ক জস বাটলারের নাম। তাদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের কটাক্ষ করার প্রমাণ পাওয়া গেছে। বাটলার একটি টুইটে ভাঙাচোরা ইংরেজীতে ভারতীয়দের ‘স্যার’ বলে কটাক্ষ করেছেন। এরপর মরগানও ২০১৮ সালের ১৮ মে বাটলারকে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে ‘স্যার’ শব্দটি ব্যবহার করেছেন। সেদিন রাজস্থানের হয়ে বাটলার ৫৩ বলে ৯৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন।

মরগান লিখেছিলেন, ‘ইউ আর মাই ফেভারিট ব্যাটসম্যান বাটলার।’ এই টুইটের জবাব দিয়েছিলেন, ব্র্যান্ডন ম্যাককালাম। তিনিও ভাঙাচোরা ইংরেজিতে বাটলারের প্রশংসা করেছিলেন।

এই টুইটটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বাটলার সেটি ডিলেট করতে বাধ্য হন। তবে সম্প্রতি আবারো আলোচনায় এসেছে সেই টুইটের স্ক্রিনশট।