আন্তর্জাতিক

ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সাতজন সেনা কর্মকর্তা ছিলেন।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি।  

প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় চারজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। অন্য দুজনের খবর এখনও জানা যায়নি।

এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।  

প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রতিরক্ষা প্রধানসহ অন্য সেনা কর্মকর্তারা হেলিকপ্টারযোগে সেখানে যাচ্ছিলেন।