আন্তর্জাতিক

ভারতে ৩০ হাজারের নিচে নামলো দৈনিক সংক্রমণ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ৩০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জনে।

মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। এদিকে একই সময়ে দেশটিতে প্রাণঘাতীর করোনার সংক্রমণের মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। এদিন ৩৭৩ জন করোনার ছোবলে মারা গেছেন। এ নিয়ে মোট করোনায় মারা গেলেন ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জন।

করোনায় ভারতে রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত কেরালা। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯। আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লাখ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫০৮ জন। ভারতে এ পর্যন্ত ৫১ কোটি ৪৫ লাখ ২৬৮ জন মানুষের মাঝে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ৫১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ১৬ হাজার জনের।