জাতীয়

‘ভারত থেকে কেনা টিকা আসবে আগামী মাসে’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকা আসতে শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  

সোমবার (১১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

গত শনিবার (৯ অক্টোবর) ভারত থেকে বাংলাদেশে আসা ১০ লাখ টিকার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা বলেছিলাম টিকা দেওয়া শুরু করলে, বাংলাদেশ সবার আগে টিকা পাবে। আমরা আমাদের কথা রেখেছি। আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকার চালান আসতে শুরু করবে।

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের পর্যটকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর ভারতে যেতে কোনো কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।  

আরেক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ কোভ্যাক্স ও অন্য দেশ থেকে টিকা এনেছে, এতে আমরা খুশিই হয়েছি।