বিনোদন

ভালোবাসা দিবসে হিরো আলমের ‘গার্লফ্রেন্ড দেনা রে’

(Last Updated On: )

আশরাফুল আলম সাঈদ, একজন বাংলাদেশি সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন। তবে এসব ছাপিয়ে হিরো আলম এখন পুরোদস্তুর ‘গায়ক’। আলোচিত সব ইস্যু ও দিবসকে কেন্দ্র করে গান গেয়ে চলেছেন হিরো আলম।

এবার ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক গান গেয়েছেন তিনি। ১২ ফেব্রুয়ারি ‘এলো ভ্যালেন্টাইন্স ডে’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। এরইমধ্যে গানটি শোনা হয়েছেন ৪১ হাজারের বেশি বার।

গানটির লিরিক্স, টিউন ও মিউজিকে ছিলেন মম রহমান। শনিবার (১৩ ফেব্রুয়ারি) আরেকটি গান প্রকাশ করেছেন হিরো আলম। গানের শিরোনাম ‘গার্লফ্রেন্ড দেনা রে’।

গানটি শোনার পর অনেকেই হিরো আলমের সমালোচনা করেছেন। আবার নানা মজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, ‘হিরো আলম ডে’ চাই এবং এটা জাতীয়ভাবে পালন করতে চাই।

আরেকজন লিখেছেন, ‘হিরো আলম তুমিই সেরা’। এক শ্রোতা হিরো আলমের গানকে ‘বর্ষসেরা গান’ হিসেবে আখ্যা দিয়েছেন।