লাইফ স্টাইল

ভালো ঘুমাতে পারলে বেতন আড়াই লাখ টাকা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনাভাইরাস মহামারীতে বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপরও। যে কারণে অন্যান্য সৃষ্টিশীল কাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ‘স্লিপ জাংকি’ প্ল্যাটফর্ম একজন স্লিপিং বিউটিকে খুঁজছে, যাকে ভালো লেখালেখি করার পাশাপাশি ভালো ঘুমাতে পারতে হবে।

চাকরির জন্য যোগ্যতার মধ্যে তারা এই ভালো ঘুমকেও অন্তর্ভুক্ত করেছেন।

সংস্থাটির ইন-হাউস স্লিপ বিশেষজ্ঞ ডরোথি চেম্বারস বলেছেন, ‘মহামারীর বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপর। কোনো বাধা ছাড়া শান্তিতে যেন ঘুমাতে পারেন, সেজন্য তাকে একাই ঘুমাতে হবে এবং নির্বাচিত হওয়ার পর দুই মাসের মধ্যে তাকে তিনটি মেট্রেস পাঠানো হবে। ঘুম কেমন হলো, তার ওপর নির্ভর করে মেট্রেসগুলোর ভালো-মন্দ যাচাই করতে হবে তাকে।

এই ভালো-মন্দ পর্যালোচনার সময় পার হয়ে গেলে বিনামূল্যেই পছন্দসই মেট্রেস নিজের জন্য নির্বাচন করতে পারবেন এই স্লিপিং বিউটি। সেইসঙ্গে বেতন পাবেন ৩০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকার উপরে। সূত্র: সিএনএন।