জাতীয়

ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য করতে প্রধানমন্ত্রীর ৩ দফা প্রস্তাব


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মহামারি মোকাবিলার লড়াইয়ে গতি আনতে করোনার ভ্যাকসিন স্বত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য তা উন্মুক্ত করে দেওয়ার দাবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য করতে প্রধানমন্ত্রীর ৩ দফা প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে আমাদের জনসংখ্যার ৮০ শতাংশ লোককে টিকা না দেয়া পর্যন্ত আমরা প্রতি মাসে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করেছি।’

শেখ হাসিনা বলেন, “বিশ্বব্যাপী কার্যকর টিকা প্রদান নিশ্চিতে কোভিড -১৯ এর ভ্যাকসিনগুলো ‘গ্লোবাল পাবলিক গুড’ হিসাবে ঘোষণা করা প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, “সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য, উন্নয়নশীল ও এলডিসি দেশগুলোতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি অবশ্যই দিতে হবে।”


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকা লাভের সার্বজনীন অধিকার নিশ্চিত করা লক্ষ্যে সক্ষমতা রয়েছে এমন উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মাধ্যমে টিকার স্থানীয় উৎপাদনের সুযোগ দেওয়া উচিত।