জাতীয়

মামার পা ভেঙে দিলেন ভাগনেরা

(Last Updated On: )

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে মামার পা ভেঙে দিয়েছেন ভাগনেরা। আজ বৃহস্পতিবার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জুলহাস উদ্দিনকে (৫৫) উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, বুড়িরচালা গ্রামের জুলহাস উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তির ওয়ারিশানা নিয়ে বড় বোন জমেলা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় বোন তার স্বামী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে জুলহাসের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ছোট ভাই জুলহাসের পায়ের হাড় ভেঙে যায়

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।