জাতীয়

অবরুদ্ধের পর যা বললেন মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি অভিজাত রিসোর্টে ‘দ্বিতীয় স্ত্রী’কে নিয়ে অবস্থান করার সময় অবরুদ্ধ হয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তাকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন হেফাজত নেতা মামুনুল হক। ওই নারীর আগের স্বামী মামুনুল হকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে দাবি করেছেন হেফাজত নেতা মামুনুল। তার দ্বিতীয় স্ত্রীর একটি ভিডিওতে তিনি তার পরিচয় দিয়েছেন।

ভিডিওতে দেখা যায় একজন নারী মামুনুল হকের স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং তিনি সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন। কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো-

: আপনার নাম কী?

:: জান্নাত আরা ঝর্না

: আপনার বাবার নাম?

:: ওয়ালিউর রহমান।

: বাড়ি কোথায়?

:: ফরিদপুর, ভাঙ্গা থানায়… আলফাডাঙ্গা থানা : একটু আগে বললেন ভাঙ্গা থানায়।

:: না, ভাঙ্গা থানায় না, ভুল হয়ে গেছে। : আপনি মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না?

:: হ্যাঁ

: আপনাদের কোনো বেবি নেই?

:: না

: মামুনুল হকের প্রথম স্ত্রীর কয়জন সন্তান?

:: চারজন

: মেয়ে নেই?

:: না।

: এখানে কখন এসেছেন?

:: আজ জোহরের পরে

: এর আগে কোথায় ছিলেন?

:: বাসায় ছিলাম

: বাসা কোথায়, কোন বাসায়, ঢাকায়?

:: জি

: ঢাকায় বাসা কোথায় আপনাদের :: মোহাম্মদপুর

: মোহাম্মদপুর কোথায়?

:: মোহাম্মদপুর ওখানে বাসা

: এখানে কি বেড়াতে এসেছিলেন নাকি থাকতে এসেছিলেন?

:: বেড়াতে এসেছিলাম

: কোথায় বেড়াতে এসেছিলেন?

:: না এখানেই এসেছিলাম, রেস্টে

: বাসায় রেস্ট করার যায়গা নেই?

:: অবশ্যই আছে। বাসায় কি সবাই সব সময় রেস্ট করে? বাহিরে কেনো যায়, দেশের বাহিরেওতো যায়, যায় না?

: হ্যাঁ, দেশের বাহিরে যায়, কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখতে যায়

:: এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই আমরা এখানে এসেছি। একটু রেস্ট করেই চলে যাবো।

: হঠাৎ করে সোরগোল কেনো হলো, বা কী করে সবাই জানলো?

:: আমি এ বিষয়ে কিছু জানি না

: আপনি বাথরুমে কেনো আসলেন?

:: অ্যাকচ্যুয়ালি অনেক মানুষ তাই

: আপনার তো হাসবেন্ড

:: আমার হাজবেন্ড ঠিক আছে। বাট আমার হাজবেন্ড তো অন্য আট-দশজনের মতো সাধারণ কেউ না, আমি সবার সামনে যেতে পারি না তাই