জাতীয়

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল দুই বোন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কক্সবাজারের টেকনাফে মায়ের মরদেহ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামের দুই বোন। আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। এর আগে ভোর ৪টায় তাদের মা আনোয়ারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 

জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তার উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে। দুই বোনই সাবরাং উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। টেকনাফ এজাহার বালিকা সরকারি বিদ্যালয় কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে।

আজ দুই বোনকে দেখতে পরীক্ষা শুরুর আগেই টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি দুই বোনকে সান্ত্বনা দেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর তিনি দ্বিতীয়বার হল পরিদর্শনের আবারও তাদের দেখে আসেন।

ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মায়ের মৃতদেহ ঘরে রেখে পরীক্ষাকেন্দ্রে বসা সন্তানের জন্য অনেক কঠিন। ঘটনাটি আসলেই হৃদয় বিদারক। আমি চেষ্টা করেছি তাদের মানসিক সাপোর্ট দেওয়ার।’

সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা বলেন, ‘সকালে আমার বিদ্যালয়ের দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে যায়। দুই মেয়েকে বুঝিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি।’